মেধাবী পাত্র পছন্দ জাহ্নবীর

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৩
অ- অ+

বলিউডের নয়া সেনসেশন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টরের বিপরীতে ‘ধড়ক’ ছবি দিয়ে গত বছর তার বলিউডে অভিষেক হয়। তারপর থেকেই ইন্ডাস্ট্রিতে জাহ্নবী পরিচিত মুখ। কিন্তু তার চেয়েও তিনি বেশি পরিচিত ভারতের প্রথম সুপারস্টার নায়িকা প্রয়াত শ্রীদেবীর বড় মেয়ে হিসেবে।

সেই জাহ্নবী আনাড়ি হাতে বড়পর্দার জীবন কিছুটা সামলে নিলেও বাস্তব জীবনে এই অভিনেত্রীর বিচার-বিবেচনার ওপর নাকি একেবারেই আস্থা ছিল না তার মা শ্রীদেবীর। তাই সুপারস্টার নায়িকা নাকি চেয়েছিলেন, মেয়ের বিয়ের পাত্র দেখার দায়িত্বটা তিনিই সামলাবেন। কারণ তার ধারণা ছিল, জাহ্নবী খুব সহজেই ভালোবেসে ফেলে।

সম্প্রতি বিয়েবিষয়ক একটি সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান জাহ্নবী। কিন্তু কেমন পাত্র পছন্দ এই অভিনেত্রীর। এ বিষয়ে জাহ্নবী বলেন, ‘পাত্রকে অবশ্যই মেধাবী হতে হবে। সে যে কাজটা করবে, সেটার প্রতি ভালোবাসা থাকতে হবে। আমি সব সময় তার কাজ দেখে রোমাঞ্চিত হতে চাই, তার কাছে শিখতে চাই। এছাড়া রসবোধ অবশ্যই থাকতে হবে। আর অবশ্যই আমার প্রেমে অন্ধ থাকতে হবে।’

তবে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার পক্ষে নন জাহ্নবী। তার ইচ্ছা, কেবল সত্যিকারের কয়েকজন বন্ধু ও ঘনিষ্ঠ মানুষগুলো পাশে থাকলেই তিনি খুশি। জাহ্নভীর কথায়, ‘প্রচলিত রীতিতেই আমার বিয়ে হবে। বিয়েতে একটা কাঞ্চিভরম শাড়ি পরব। দক্ষিণ ভারতীয় সব খাবার খাওয়াব বিয়ের অতিথিদের।’

ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা