কুষ্টিয়ায় ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০০
অ- অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিনা খাতুন উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ সেপ্টেম্বর দুপুরে মিনা খাতুন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। কিন্তু তিনি সেখানে যাননি। পরে আজ সকালে তার মৃত্যৃ হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুসহ আরও ২০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সেলিম হোসেন ফরাজি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ২০ জন রোগী ভর্তি হয়। বর্তমানে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে শিশুসহ মোট ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা