মুশফিক-সাব্বিরের ব্যাটে বিসিবি একাদশের সংগ্রহ ১৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০১
অ- অ+

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ম্যাচে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন সাব্বির রহমান। তবে, তিনি বল খেলেছেন ৩১টি।

২৬ বলে ২৬ রান করেছেন মুশফিকুর রহিম। ওপেনার মোহাম্মদ নাঈম ১৪ বলে ২৩ রান করেন। আরেক ওপেনার সাইফ হাসান ১৯ বলে ২১ রান করেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে শন উইলিয়ামস ৩টি, কাইল জারভিস ১টি, টেন্ডাই সাতারা ১টি ও মাদজিভা ২টি করে উইকেট শিকার করেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশ ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে ওপেনার সাইফ হাসানকে হারায়। দলীয় ৫৩ রানে ফেরেন আরেক ওপেনার নাঈম। এরপর ৫৩ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। এই দুই ব্যাটসম্যানই ১৫তম ওভারে আউট হয়ে যান। পরের ব্যাটসম্যানরা ঝড়ো ইনিংস খেলতে না পারায় দলের রানটা বেশি বড় হয়নি।

আগামী ১৩-২৪ সেপ্টেম্বর বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি একাদশ: ১৪২/৭ (২০ ওভার)

(সাইফ হাসান ২১, মোহাম্মদ নাঈম ২৩, সাব্বির রহমান ৩০, মুশফিকুর রহিম ২৬, আফিফ হোসেন ১০, ইয়াসির আলী ৬, মোহাম্মদ সাইফউদ্দিন ৭*, আরিফুল হক ৯, ইয়াসিন আরাফাত ২*; শন উইলিয়ামস ৩/১৮, কাইল জারভিস ১/১৭, টেন্ডাই সাতারা ১/৩১, মাদজিভা ২/৩৫, বার্ল ০/১৭, মুতোমবোদজি ০/৪, ইমইয়োঙ্গা ০/২০)।

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা