একসময়ে বসবাসের যোগ্য ছিল মঙ্গল: নাসা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৩
অ- অ+

রুক্ষ পাথরের লাল গ্রহ নিয়ে আগ্রহের শেষ নেই বিজ্ঞানীদের। অনেক অআগে থেকেই মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এক সময়ে মঙ্গলে সমুদ্র ছিল এবং জীবজগত গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণে অক্সিজেনও ছিল এখানে। দীর্ঘ গবেষণার পর এই তথ্য জানিয়েছে নাসা।

তবে কয়েকশো কোটি বছর আগেই জলবায়ু পরিবর্তিত হয়ে রুক্ষ মরুভূমিতে পরিণত হয় পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গল। ঠিক কী কারণে মঙ্গল গ্রহের জলবায়ু পরিবর্তিত হতে শুরু করে, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা। আইসোটোপ অফ অক্সিজেন প্রক্রিয়ার সাহায্যে মঙ্গলে জল ও অক্সিজেনের পরিমাণ আগে ঠিক কেমন ছিল, তা নির্দিষ্ট করে বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

বর্তমানে মঙ্গল অতি শীতল এবং বসবাসের অযোগ্য মরুভূমিতে পূর্ণ। তবে এখানে পাওয়া শুকনো নদীখাত ও কিছু কিছু খনিজ পদার্থ পাওয়া যাওয়ায় বিজ্ঞানীরা নিশ্চিত যে একসময় এখানে প্রচুর পানি ছিল। তবে সেই সময় সেখানে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, সেই বিষয়ে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা।

ঢাকা টাইমস/১২সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা