অনুপ্রবেশকারীদের গলা ধাক্কা দিয়ে বের করার ঘোষণা দিলীপ ঘোষের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৪

ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের গলা ধাক্কা দিয়ে বের করার ঘোষণা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পদযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী। মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছিলেন,‘তিনি বেঁচে থাকতে বাংলায় কেউ এনআরসি চালু করতে পারবে না।’

মমতার এই বক্তব্যের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন,‘পশ্চিমবঙ্গ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের গলা ধাক্কা দিয়ে বের করব। ওনাকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বেঁচে থেকে দেখে যেতে হবে এটা।’

গত বুধবার দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ থেকে দুই কোটি মানুষ বাদ যাবে বলে মন্তব্য করেছিলেন।

এই প্রসঙ্গে মমতা বলেন,‘পশ্চিমবঙ্গ থেকে দুই কোটি নাম বাদ দেয়ার ঘোষণা দিয়েছে। দুই জনের গায়ে হাত দিয়ে দেখুক। দেশভাগের চক্রান্ত মানব না। আন্দোলনের মধ্য দিয়েই জবাব দেব। বাংলা বিভক্তের চেষ্টা হলে তা রুখে দাঁড়াব। পুলিশ দিয়ে আসামকে চুপ করিয়ে রাখা হয়েছে। বাংলায় তা করতে পারবে না।’

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,‘মমতার ক্ষমতা সবাই জেনে গিয়েছে। তিনি নোটবন্দির বিরোধিতা করেছেন। জিএসটি-র বিরোধিতা করেছিলেন। তা চালু হয়েছে। ৩৭০ ধারার বিরোধিতা করেছেন। আমরা তুলে দেখিয়ে দিয়েছি। তিন তালাকেরও বিরোধিতা করেছেন। ওনাকে বেঁচে থেকে দেখে যেতে হবে। গলা ধাক্কা দিয়ে বের করব বিদেশিদের। এটা দিলীপ ঘোষ বলছে।’

ক্ষমতাসীন মোদি সরকার আসামের মতো পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তে এনআরসি চালু করতে আগ্রহী। বিভিন্ন সময় জাতীয় থেকে রাজ্যের বিভিন্ন নেতারা বাংলায় এনআরসি-এর কথা বারবার বলেছেন।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ব্রাজিলে ভারী বৃষ্টিতে নিহত ৩৯, নিখোঁজ ৭০

বিজ্ঞান, প্রযুক্তি খাতের উন্নয়নে জোর দিচ্ছে ইরান-সৌদি

সৌদিতে ইসরায়েলবিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার

হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় কানাডায় তিন ভারতীয় গ্রেপ্তার

অস্ট্রেলিয়াজুড়েও বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, সংযত ভূমিকায় পুলিশ

নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সেনাদের অবস্থান

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২২০০ জন গ্রেপ্তার

পাকিস্তানের প্রথম চন্দ্রাভিযান শুরু, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

ব্রাজিলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ 

গাজা পুনর্গঠনে সময় লাগবে কয়েক দশক, খরচ ৪০ বিলিয়ন ডলার: জাতিসংঘ

এই বিভাগের সব খবর

শিরোনাম :