ডেঙ্গু নিয়ে মানুষের সচেতনতার ঘাটতি আছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১০
অ- অ+

সারাদেশে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি আছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই বলে মনে করেন তিনি।

রবিবার দুপুরে কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হানিফ বলেন, ‘মানুষকে আরও সচেতন করতে হবে। সারাদেশে সরকারের পক্ষে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।’

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রশনারা বেগম ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ প্রমুখ।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে ২৮ জন। চিকিৎসাধীন রয়েছে ৭৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালসহ চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন। এখন পর্যন্ত পুরো জেলায় মোট ৯৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা