বারের রিটেনে অনুত্তীর্ণদের দিতে হবে না এমসিকিউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০
অ- অ+
ফাইল ছবি

আইনজীবী তালিকাভুক্তির জন্য ২০১৭ সালে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এবার আর এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষা দিতে হবে না বলে সিদ্ধান্ত দিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

রবিবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের গত ১২ সেপ্টেম্বরের এক সভায় সিদ্ধান্ত হয়েছে যেসব পরীক্ষার্থী ২০১৭ সালে এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তারা শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় ৩৪ হাজার ২০০ জন অংশ নিয়েছিলেন। পরদিন ২২ জুলাই দেয়া ফলাফলে মোট ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হয়েছিল। পরে ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০১৮ সালের ৪ জুন দেয়া ফলাফলে লিখিত পরীক্ষায় আট হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হন। একই বছরের ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা