‘তরুণরা ফরিদপুরকে এগিয়ে নিয়ে যাবে’

বিশেষ প্রতিনিধি (ফরিদপুর), ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৪
অ- অ+

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ‘আমি চাই তরুণ সমাজ- যারা এই ফরিদপুর জেলাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।’ বুধবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২১টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক তরুণ-তরুণীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরো বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আসলাম মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইন প্রমুখ।

তরুণরাই আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, ‘তরুণরা হচ্ছে কোনো জাতি গঠনের মূল কারিগর। তরুণ সমাজের মধ্যে যে শক্তি ও সম্ভাবনা রয়েছে- তা যদি দেশের উন্নয়নে কাজে লাগানো যায়, তাহলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

তিনি বলেন, ‘আমি জানি দেশের মধ্যে তরুণ সংগঠন হিসেবে ফরিদপুরে তরুণরা জয়বাংলা অ্যাওয়ার্ড লাভ করেছে। তাই আমার এই জেলার তরুণরা আমরা অহংকার।’

‘বাঙালিদের দাবিয়ে রাখা যাবে না’ উল্লেখ করে তিনি বলেন, বাঙালি এক হয়ে এগোলে তাদের দাবিয়ে রাখার চেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। ষড়যন্ত্র মোকাবিলা করে কীভাবে দেশকে এগিয়ে নিতে হয়, তাও বর্তমান সরকার জানে বলে মন্তব্য করেন তিনি।

ফরিদপুরকে নিয়ে অনেক উন্নয়ন পরিকল্পনা রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘আমি এই ফরিদপুরের উন্নয়নের চেষ্টা করেছি মাত্র।’

সভায় তরুছায়া, উত্তরণ, আমরা করব জয়, রেডিও ফরিদপুর, হিমু পরিবহন, উদ্দীপ্ত তারণ্য,উই কেয়ার, ধুরি ফিরি ফরিদপুর, নন্দিতা সুরক্ষা, কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনসহ ২১টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।

এসময় ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা