ম্যাচ চলাকালে বজ্রাঘাতে ফুটবলার আহত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭
অ- অ+

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটি ফুটবল ম্যাচ চলাকালে মাঠেই বজ্রাঘাতে আহত বহু ফুটবলার৷ তাঁদের মধ্যে গুরুতর আহত দু’জনকে ভর্তি করতে হয় স্থানীয় হাসপাতালে৷

কিংস্টোনের ইস্ট ফিল্ড স্টেডিয়ামে ম্যানিং কাপের ম্যাচ চলছিল উলমারস বয়েজ ও জামাইকা কলেজের মধ্যে৷ ম্যাচ চলাকালীন আচমকাই বাজ পড়ে মাঠে৷ তীব্র আলোর ঝলকানিতে দু’দলের একাধিক ফুটবলারকে মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়৷ কেউ কেউ নিজেদের চোখ চেপে ধরে বসে পড়েন মাঠে৷

আইল্যান্ড স্পোর্টস নেটওয়ার্কের শেয়ার করা একটি ম্যাচের ভিডিও ক্লিপটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ ভিডিওয় আলোর ঝলকানি স্পষ্ট দেখা যায়৷ সেই মুহূর্তের ফ্রেমে থাকা দুই ফুটবলারকে মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ অন্যান্য ফুটবলারদেরও চোখ চেপে ধরতে দেখা যায়৷

রেফারি কার্ল টাইরেল বাঁশি বাজিয়ে ম্যাচ থামিয়ে দেন এবং আহত ফুটবলারদের দিকে দৌড়ে যান৷ বাকি ফুটবলাররাও আহত ফুটবলারদের সাহায্যের জন্য দৌড় লাগান৷ দু’দলের মেডিক্যাল টিমও তড়িঘড়ি মাঠে প্রবেশ করে৷ ম্যাচ সেখানেই পরিত্যক্ত ঘোষিত হয়৷

দু’জন ফুটবলার গুরুতর আহত হন৷ তাঁদের ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েস্ট ইন্ডিজে ভর্তি করা হয়৷ জামাইকা কলেজের টেরেন্স ফ্র্যান্সিস ও উলমারস বয়েজের ডোয়েন অ্যালেন আহত হন সব থেকে বেশি৷ ফ্র্যান্সিস মাঠের প্রাথমিক চিকিৎসায় সাড়া না-দেওয়ায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসতে হয়৷

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
তিনবারের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ ইউএস-বাংলা এয়ারলাইন্স
একদিনে ৩ দেশের ওপর বিমান হামলা ইসরায়েলের
খুলনায় তাসলিমার পাশে দাড়াঁল ‘স্বপ্ন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা