ম্যাচ চলাকালে বজ্রাঘাতে ফুটবলার আহত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭
অ- অ+

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটি ফুটবল ম্যাচ চলাকালে মাঠেই বজ্রাঘাতে আহত বহু ফুটবলার৷ তাঁদের মধ্যে গুরুতর আহত দু’জনকে ভর্তি করতে হয় স্থানীয় হাসপাতালে৷

কিংস্টোনের ইস্ট ফিল্ড স্টেডিয়ামে ম্যানিং কাপের ম্যাচ চলছিল উলমারস বয়েজ ও জামাইকা কলেজের মধ্যে৷ ম্যাচ চলাকালীন আচমকাই বাজ পড়ে মাঠে৷ তীব্র আলোর ঝলকানিতে দু’দলের একাধিক ফুটবলারকে মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়৷ কেউ কেউ নিজেদের চোখ চেপে ধরে বসে পড়েন মাঠে৷

আইল্যান্ড স্পোর্টস নেটওয়ার্কের শেয়ার করা একটি ম্যাচের ভিডিও ক্লিপটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ ভিডিওয় আলোর ঝলকানি স্পষ্ট দেখা যায়৷ সেই মুহূর্তের ফ্রেমে থাকা দুই ফুটবলারকে মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ অন্যান্য ফুটবলারদেরও চোখ চেপে ধরতে দেখা যায়৷

রেফারি কার্ল টাইরেল বাঁশি বাজিয়ে ম্যাচ থামিয়ে দেন এবং আহত ফুটবলারদের দিকে দৌড়ে যান৷ বাকি ফুটবলাররাও আহত ফুটবলারদের সাহায্যের জন্য দৌড় লাগান৷ দু’দলের মেডিক্যাল টিমও তড়িঘড়ি মাঠে প্রবেশ করে৷ ম্যাচ সেখানেই পরিত্যক্ত ঘোষিত হয়৷

দু’জন ফুটবলার গুরুতর আহত হন৷ তাঁদের ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েস্ট ইন্ডিজে ভর্তি করা হয়৷ জামাইকা কলেজের টেরেন্স ফ্র্যান্সিস ও উলমারস বয়েজের ডোয়েন অ্যালেন আহত হন সব থেকে বেশি৷ ফ্র্যান্সিস মাঠের প্রাথমিক চিকিৎসায় সাড়া না-দেওয়ায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসতে হয়৷

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা