গোসল করতে নেমে রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৯
অ- অ+

কক্সবাজারের টেকনাফ শামলাপুর সৈকতে গোসল করতে নেমে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সে বাহারছড়া ২৩ নম্বর শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মোহাম্মদ সাদেক (৮)।

শুক্রবার দুপুর ২টার দিকে সাদেক তার খেলার সাথীদের নিয়ে ক্যাম্পের নিকটবর্তী শামলাপুর সৈকতে গোসল করতে নামে। পানিতে খেলার এক পর্যায়ে সাদেক জোয়ারের ঢেউয়ে ডুবে যায়। খবর পেয়ে তার স্বজনরা সৈকতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বিকাল ৫টার দিকে উখিয়া উপজেলার চেপটখালী সৈকতে তার মৃতদেহটি ভেসে ওঠে।

মৃত শিশু সাদেকের বাবা আলী হোসেন বলেন, আমার ছেলে সাদেক সকালে ঘর থেকে প্রতিদিনের মতো খেলতে বের হয়েছিল। কিন্তু বিকালে তার বন্ধুরা আমাকে জানায় ছেলে পানিতে ভেসে যাওয়ার খবরটি জানায়। আমিসহ স্বজনরা তাৎক্ষণিক সাগরে অনেক্ষণ খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে অন্য স্থানে তার লাশ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা