ষষ্ঠ দিনেও ভিসিবিরোধী আন্দোলনে উত্তাল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭
অ- অ+

উপাচার্যের অপসারণের দাবিতে ষষ্ঠ দিনের মতো বিরতিহীনভাবে আন্দোলন চলছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ে।

ভিসির খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েও ব্যর্থ হয়েছে। ঘোষণা অমান্য করে ক্যাম্পাসেই অবস্থান নিয়ে এক দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে করছেন তারা।

দাবি আদায়ে গত পাঁচ দিনের মতো আজও সকাল থেকে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসে আসছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান উপাচার্যবিরোধী শ্লোগান দিচ্ছেন তারা।

উপাচার্যের নানা অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি লেখা বিভিন্ন প্লাকার্ডও দেখা যায় তাদের হাতে। রাতেও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের মেইন গেট ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা