অরুণ কুমার বিশ্বাসের ‘লালকুটি রহস্য’ বইয়ের প্রকাশনা উৎসব

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের ‘লালকুটি রহস্য’ বইয়ের প্রকাশনা উৎসব ও বাংলাদেশে শিশুসাহিত্যের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারের সিভিসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক আলী ইমাম।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, ব্যারিস্টার ওলোরা আফরিন, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের স্বত্ত্বাধিকারী কামরুল হাসান শায়ক, সন্দেশ প্রকাশনীর প্রকাশক লুৎফর রহমান চৌধুরী।

প্রতিভা প্রকাশের প্রকাশক মঈন মুরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলী ইমাম বলেন, ‘শিশুসাহিত্যে এপার বাংলায় গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। ইদানিং সাহিত্যের বিভিন্ন শাখায় মানসম্পন্ন লেখাও প্রকাশিত হচ্ছে।’

আনজীর লিটন তার লেখালেখির শুরু দিকের কথা তুলে ধরে বলেন, ‘বর্তমান সময়ে মানসম্মত লেখা পেলে তা ছাপা হবার সম্ভাবনা অনেক বেশি। কেননা, এখন প্রচুরসংখ্যক পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে।

লেখক অরুণ কুমার বিশ্বাস মনে করেন শিশুদের জন্য লিখতে গেলে বরং প্রস্তুতির প্রয়োজন বেশি। শিশুমনের প্রতি গভীর সমবেদনা, সূক্ষ্ম আবেগ-অনুভূতিকে ধারণ করে তবেই তাদের জন্যে কিছু লেখা সম্ভব। তিনি লেখার পাশাপাশি শিশুদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে লেখকের ছড়া ‘কায়ূর’ আবৃত্তি করে শোনায় খুদেশিল্পী রাজশ্রী মজুমদার।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :