প্রাইভেটকারকে বাঁচাতে বাস খাদে, নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:৩৪| আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২০:৩৪
অ- অ+

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরায় প্রাইভেটকারকে বাঁচাতে গিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে মারাত্মক আহত হন আরো ১০ জন।

নিহতরা হলেন- গনেস সন্যাসী ও কল্পনা সন্যাসী। তারা স্বামী-স্ত্রী। শিবালয় উপজেলার নতুনপাড়ায় তাদের বাড়ি।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ এবং মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আরিচা যাচ্ছিল স্বপ্ন পরিবহনের একটি বাস। বিকাল সাড়ে পাঁচটার দিকে তরা এলাকায় সংঘর্ষের হাত থেকে বিপরীতগামী একটি প্রাইভেটকারকে রক্ষা করতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় মুন্নু জেনারেল হাসপাতাল ও মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজন যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিচালক (এসআই) আরিফুর রহমান বলেন, ‘গনেস সন্যাসী ও কল্পনা সন্যাসী। তারা স্বামী-স্ত্রী। শিবালয় উপজেলার নতুনপাড়ায় তাদের বাড়ি। পূজার কেনাকাটা শেষে তারা বাড়ি ফিরছিলেন।’

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা