জামালপুরে নারী-শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:২৯| আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:৩১
অ- অ+

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সম্মিলিত সামাজিক আন্দোলন ও শিশু কল্যাণ কমিটি জামালপুর জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের বকুলতলা চত্বরে এই মানববন্ধন হয়।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় জামালপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে প্রতিটি যৌন নির্যাতনের ঘটনার সাথে যুক্ত আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর এক মানববন্ধনে বক্তব্য দেন- সংরক্ষিত মহিলা কাউন্সিলর সিমি আক্তার সুমী, উন্নয়ন সংঘের শিশু সুরক্ষা কার্যক্রমের যুব উকিল আফরিন, মানবাধিকার কর্মী সাব্বির হোসেন রিয়াদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে সম্মিলিত সম্মিলিত সামাজিক আন্দোলন, নারী সংগঠনের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন (দুর্বার), নারীপক্ষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা