ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৬০

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:৩৩
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। তাদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুতর আহত ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালি গ্রামে শনিবার সকালে এ সংঘর্ষ বাঁধে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান।

আহতরা হলেন- মাতুব্বর, বেলায়েত মাতুব্বর, দেলোয়ার মাতুব্বর, মোকলেস মাতুব্বর, সলেমান মাতুব্বর, ছরোয়ার মাতুব্বর, মজিবর হাওলাদার, মন্নু মিয়া, উজ্জ্বল শেখ, মহিদুল শেখ, বাচ্চু শেখ, রিফাত মাতুব্বর, নাসির মাতুব্বর, মনিরুজ্জামান খান, সুলতান খান, বালাম খান, আবুল হাওলাদার, রাজ্জাক খান, বারেক হাওলাদার, আব্বাস মাতুব্বর, সৈয়াদ আলী হাওলাদার, শাহাদাৎ খান, রমজান মাতুব্বর, নুরুল হক খালাসি, কাশেম খালাসি, নুর আমিন শেখ, মিনি বেগম, বিউটি বেগম, হাফেজ মাতুব্বর, শাওন মাতুব্বর, শাকির হাওলাদার, আ. হাই মাতুব্বর, ইলিয়াছ মাতুব্বর, মতিয়ার হাওলাদার, মোশারফ হাওলাদার, আসাদ মাতুব্বর ও ইকবাল মাতুব্বর।

ওসি বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে দুই দল গ্রামবাসী আধিপত্য ধরে রাখার জন্যই সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয়রা বলছে, শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছোট ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এলাকাবাসী ঘটনাটি মীমাংসা করে বাড়িতে ফেরার সময় নাসির মাতুব্বর নামে একজনকে মারধর করে একটি পক্ষ। এ ঘটনা নিয়ে গতকাল সকালে তারা মাতুব্বর ও কাউসার মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা