ভৈরবে ২০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশুর

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ১৯:৩৭

২০ দিনেও সন্ধান মেলেনি বন্দর নগরী ভৈরবের নিখোঁজ শিশু লোকমান হোসেনের । ফলে সন্তান হারানো শোকের ছাপ পড়েছে বাবা-মায়ের মুখে। দিন যতই বাড়ছে ততই বাড়ছে হারানো শিশুটির মা-বাবাসহ স্বজনদের বেদনা। নিখোঁজ বাকপ্রতিবন্ধী শিশু লোকমান হোসেন পৌর শহরের চন্ডিবের এলাকার উত্তরপাড়ার নির্মাণ শ্রমিক আক্তার হোসেনের একমাত্র ছেলে।

স্বজনরা জানায়, গত ৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে বাড়ির সামনের সড়কে খেলাধুলার সময় একটি টমটম গাড়িতে চড়ে বসে বাকপ্রতিবন্ধী শিশু লোকমান হোসেন। টমটম গাড়িটি একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মফিজের ছেলে জিয়া মিয়ার। পরে টমটম চালক জিয়া তাকে গাড়িতে নিয়ে বেরিয়ে যায়। এরপর থেকে শিশু লোকমানের খোঁজ মিলছে না। এ ঘটনার ৫দিন পর লোকমানের মা রুণা বেগম ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেন।

এদিকে টমটম চালক জিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায়, লোকমানকে বাড়ির কাছে স্কুলের মোড়ে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে কাজে যায়। কিন্তু লোকমানের মা এবং স্বজনদের দাবি শিশুটিকে না নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে জিয়া চলে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ফার্মেসির সিসি টিভির ফুটেজে তার প্রমাণ রয়েছে। এরপর থেকে আর লোকমানের সন্ধান মেলেনি। তাই, শিশুটিকে উদ্ধার করে মা-বাবার বুকে ফিরেয়ে দিতে সুশীল সমাজসহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন লোকমানের স্বজনরা।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :