ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাপভিত্তিক বিমাসেবা ‘সুরক্ষা’

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ১৮:২৬
অ- অ+

দেশের স্বনামধন্য ইন্সুরেন্স কোম্পানিগুলো নিয়ে বৃহৎ অনলাইন ইন্স্যুরেন্স পোর্টাল সুরক্ষার উদ্বোধন হয়েছে। ইন্স্যুরেন্স সেবাকে আরও সহজ করতে একই প্লাটফর্মে অনেকগুলো ইন্সুরেন্স কোম্পানিগুলো সংযুক্ত করা হচ্ছে এখানে। যেখানে অ্যাপের মাধ্যমে বিমাসংক্রান্ত পলিসি ঘরে বসেই পাওয়া যাবে।

শনিবার ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে ইজি ফিনটেক লিমিটেডের অ্যাপভিত্তিক বিমা সেবা ‘সুরক্ষা’ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আপাতত রূপালী ইন্সুরেন্স লিমিটেড, গ্রীনডেল্টা ইন্সুরেন্স লিমিটেড, সেনাকল্যাণ ইন্সুরেন্স লিমিটেড, প্যারামাউন্ট ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স লিমিটেড এ প্লাটফর্মে যুক্ত হয়েছে।

ইজি ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, বিমা খাতকে এগিয়ে নিতে হলে ডিজিটালাইজ করতে হবে। আমাদের উদ্দেশ্যে বিমা সংক্রান্ত সেবা ডিজিটালাল পদ্ধদিতে দেয়া। এ লক্ষ্যে আমরা দেশের স্বনামধন্য বিমা কম্পানিকে একটি প্লাটফর্মে নিয়ে আসছি। আপতত পাঁচটি কম্পানি এসেছে। আরও আসবে।

ইজি ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ সিকদার বলেন, বিমা ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের উদ্দেশ্য অর্থিক টেকনোলজিকাল সেবা দেয়া। ঘরে বসে মানুষ যেন বিমা সেবা পায় সে ব্যবস্থা আমরা করছি। ‘সুরক্ষা’ অ্যাপসটি ব্যবহার করে সাধারণ মানুষ ঘরে বসে আপাতত সবধরনের যানবাহন বিমা করতে পারবে। বিমাসংক্রান্ত পলিসি ঘরে বসেই পেয়ে যাবে। আগামী বছরের মধ্যে সবধরনের বিমা সেবা সুরক্ষার অ্যাপসে পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয় ইজি ফিনটেক লিমিটেডের ডিজিটাল অ্যাপ ‘সুরক্ষা’ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এবং শিগগির তা অ্যাপল স্টোরেও মিলবে।

এ সুরক্ষা অ্যাপের মাধ্যমে গ্রাহক তার চাহিদামত বিমা কম্পানির সেবা নিতে পারবে। বিমা পলিসির প্রিমিয়াম দিতে পারবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্যারামাউন্ট ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বায়োজিদ মোস্তবা সিদ্দিকি, রূপালী ইন্সুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পৃথিশ কুমার রায়, সেন্ট্রাল ইন্সুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বদরুল তামিম, গ্রীনডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন, বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদির, সেনাকল্যাণ ইন্সুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক প্রণব কুমার সাহা।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, দুপুরে গণঅনশন
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা