শুক্রবার দেশের ১২ হলে জয়ার ‘কণ্ঠ’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৯, ১২:০৭
অ- অ+

বাংলাদেশের ১২টি প্রেক্ষাগৃহে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘কণ্ঠ’। এটি সম্পূর্ণই কলকাতার ছবি। পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সাফটা চুক্তির আওতায় উইনডোস প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’। এই প্রথম জয়া অভিনীত কোনো ভারতীয় ছবি বাংলাদেশের হলে।

প্রযোজনা সংস্থা সূত্রে জানানো হয়েছে, ঢাকার মধ্যে ‘বসুন্ধরা সিটি’, ‘ব্লকবাস্টার্স সিনেমা’, ‘শ্যামলী’, ‘বলাকা’, ‘মধুমিতা’য় মুক্তি পাবে ‘কণ্ঠ’। এছাড়া ঢাকার বাইরে জয়দেবপুরের ‘বর্ষা’, বগুড়ার ‘মম ইন’, চট্টগ্রামের ‘সিলভার স্ক্রিন’, ময়মনসিংহের ‘ছায়াবানী’, পাবনার ‘রূপকথা’, খুলনার ‘শংখ’ ও ‘লিবার্টি’র মত প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি দেখানো হবে।

এ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার চরিত্রটি একজন স্পিচ থেরাপিস্টের। কণ্ঠ হারিয়ে বিপর্যস্ত বাচিক শিল্পীকে কথা বলার নতুনভাবে অনপ্রেরণা জোগাতে দেখা যাবে তাকে। জয়া ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। ‘কণ্ঠ’ কলকাতায় মুক্তি পেয়েছিল গত ১০ মে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার বাংলাদেশি ছবি ‘অলাতচক্র’। জনপ্রিয় লেখক আহমেদ ছফার ‘অলাতচক্র’ গল্প অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে ছবিটি। এটিকে লেখক আহমেদ ছফার জীবনী বলছেন অনেকে। যেখানে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নানা ঘটনা। সরকারি অনুদানের এ ছবির প্রযোজকও জয়া।

ঢাকাটাইমস/৭নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা