ইউরোপা লিগে ম্যানইউয়ের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:১৮| আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৫:০১
অ- অ+

দুই সপ্তাহ আগে পার্টিজান বেলগ্রেডকে তাদের ঘরের মাঠে ইউরোপা লিগের ‘এল’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ঘরের মাঠেও ফিরতি লেগের ম্যাচে জয় তুলে নিল ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে পার্টিজানকে ৩-০ গোলে উড়িয়ে দিল রেড ডেভিলসরা।

ম্যাচে ইউনাইটেডের হয়ে গোল করেন ম্যাসন গ্রিনউড, অ্যান্থনী মার্শাল ও মার্কাস রাশফোর্ড।

ম্যাচের প্রথমার্ধে দুইটি গোল করে রেড ডেভিলসরা। বিরতিতে ম্যাচের স্কোরলাইন ছিল ২-০। বিরতির ঠিক পরেই ইউনাইটেড পার্টিজানের ঘাড়ে আরেকটি গোল চাপিয়ে দেয়। ম্যাচের ২১ মিনিটের মাথায় গ্রিনউডের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৩৩ মিনিটে গ্রিনউডের পাসে ব্যবধান দ্বিগুণ করেন মার্শাল। ৪৯ মিনিটে ইয়ংয়ের ক্রস থেকে রেড ডেভিলসদের হয়ে তৃতীয় গোলটি করেন রাশফোর্ড।

আরো কিছু গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি ম্যানইউয়ের ফরোয়ার্ডরা। ফলে ৩-০ ব্যবধানে খেলাটি শেষ হয়।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাংশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক বাড়ি ও দোকানপাট ভাঙচুর
প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে: রিজভী 
ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫
ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা, ভেঙেছে মুহুরী নদীর বাঁধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা