প্রথম সিরিজ খেলে র‌্যাঙ্কিংয়ে ৩৮তম নাঈম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১৮:৩৭| আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৮:৪৭
অ- অ+

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন বাংলাদেশের ২০ বছর বয়সী বাঁ-হাতি ওপেনার মোহাম্মদ নাঈম। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১৪৩ রান করেছেন তিনি। ১টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ব্যাটিং গড়- ৪৭.৬৬।

দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২৬, রাজকোটে ৩৬ ও রবিবার নাগপুরে ৮১ রান করেন নাঈম। নাগপুরে ব্যাট হাতে বিধ্বংসী রূপে ছিলেন নাঈম। ১০টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে ৮১ রান করেও দলের হার এড়াতে পারেননি।

অভিষেক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৩৮তম স্থানে জায়গা করে নিয়েছেন নাঈম। তার রেটিং এখন ৪৯৮। তার সাথে একই রেটিং ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। টি-২০ র‌্যাঙ্কিং তালিকায় নাঈমের আগে বাংলাদেশের পক্ষে শুধু আছেন বর্তমান ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৩৫ রেটিং নিয়ে ২৯তম স্থানে মাহমুদউল্লাহ।

প্রথম পঞ্চাশের মধ্যে বাংলাদেশের আর আছেন লিটন দাস। ৪৯১ রেটিং নিয়ে ৪১তম স্থানে লিটন। শীর্ষ পঞ্চাশের বাইরে আরও আছেন সৌম্য সরকার-মুশফিকুর রহিম-সাব্বির রহমান-তামিম ইকবাল। তারা যথাক্রমে আছেন ৫১, ৫২, ৫৩ ও ৬৪তম স্থানে। সৌম্যর ৪৭২, মুশফিকের ৪৬৮, সাব্বিরের ৪৬৬ ও তামিমের রেটিং ৪৩৩।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা