‘দায়িত্বে অবহেলা করিনি, আবার সমর্থন চাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৯:২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিজের দায়িত্বে কোনো অবহেলা করেননি বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। এই শহরকে মায়ের মতো ভালোবাসেন দাবি করে আসন্ন নির্বাচনে পুনরায় তাকে নির্বাচিত করতে নগরবাসীর সমর্থন চেয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মেয়র ‘মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার কাম মার্কেট’ এর উদ্বোধন করেন।

মেয়র বলেন, ‘কর্তব্যে অবহেলা করিনি। মায়ের মতো এই শহরকে ভালোবেসেছি। জীবন দিয়ে কথা রাখার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি সে ভার আপনাদের।’

সাঈদ খোকন বলেন, ‘রাজধানী ঢাকা এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া এক নতুন নগরী। এ এলাকায় (কামরাঙ্গীচর) ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়ন কাজ করার ফলে ঢাকা শহরে জলাবদ্ধতা হলেও এখানে কোনো জলাবদ্ধতা হয় না। আগামীতেও ঢাকাবাসীর ভোটে নির্বাচিত হলে আর একটি কামরাঙ্গীরচর উপহার দেয়া হবে।’

উদ্বোধন করা কমিউনিটি সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। প্রায় ১৫ কাঠা জমির উপর নির্মিত ৫ম তলা বিশিষ্ট কমিউনিটি সেন্টারটিতে এক হাজার ৬০০ জন অতিথির আসন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া গাড়ি পার্কিং, ব্যায়ামাগার, কাউন্সিলর কার্যালয়, পাঠাগার এবং ৭৬টি দোকান রয়েছে এই কমিউনিটি সেন্টার ও মার্কেটটিতে।

জনসভায় এলাকাবাসীর পক্ষ থেকে পাঁচটি ব্রিজ ও কালভার্ট নির্মাণের দাবি জানানো হয়। দাবির পরিপ্রেক্ষিতে এগুলোসহ অন্যান্য প্রয়োজন পূরণের আশ্বাস দেন মেয়র সাঈদ খোকন।

কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর নূরে আলম, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাতবর, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক সোলায়মান প্রমূখ।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, দেয়ালে ফাটল

হাইকোর্টের নির্দেশ অমান্য করে মুগদায় সড়কে উচ্ছেদ অভিযানের অভিযোগ

ছিনতাই: ধরা পড়লেই ব্লেড দিয়ে নিজের বুক-পেট কাটতেন হৃদয়

দক্ষিণখানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক খুন

অবসরে যাওয়া সদস্যদের জন্য ‘পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস’ চালু হবে: ডিএমপি কমিশনার

ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত: ডিএসসিসির গাড়িচালকসহ ৩ জন চাকরিচ্যুত

ফায়ার সার্ভিসের অভিযান শেষ, মহাখালী লেকে নেই শিশু রিয়া

রাজধানীতে তাপপ্রবাহ: পানি পানি বলেই মাথা ঘুরে পড়ে গেলেন নারী

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট, চরম দুর্ভোগে মানুষ

গুলিস্তানে ‘হিট স্ট্রোকে’ কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :