আশুগঞ্জে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ০৯:৫৫
অ- অ+
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন। তিনি সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া, সরাইল উপজেলার নাথপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে হৃদ মিয়া ও উচালিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি যৌথ দল রাতে চাপাড়বাড়ি এলাকা ঘেরাও করে। এ সময় ডাকাতরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও তখন আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য সাদ্দামের লাশ উদ্ধার করে। এছাড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা