অসুস্থ সাংবাদিক রাশিদুন্নবীর পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:০৩| আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:০৫
অ- অ+
রাশিদুন্নবী বাবুর বোন মনিরা আক্তার রুমির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি নেতারা

দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সিনিয়র সাংবাদিক ও আমার দিন পত্রিকার সাবেক সম্পাদক রাশিদুন্নবী বাবুকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় তাকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে রাশিদুন্নবী বাবুর বোন মনিরা আক্তার রুমির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

আর্থিক সহায়তা প্রদানকালে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ বিশিষ্ট সাংবাদিক রাশিদুন্নবী বাবুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। তিনি তার চিকিৎসা সহায়তার জন্য অল্প কিছু অনুদানের ব্যবস্থা করেছেন।

এ সময় সাংবাদিক বাবুর বোন রুমি বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা