সাত কোটি টাকা আয়কর দিল অর্থমন্ত্রীর পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:০১| আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১০
অ- অ+

২০১৮-২০১৯ অর্থবছরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের সদস‌্যরা মোট ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৯৫৬ টাকা আয়কর জমা দিয়েছেন।

মেলার প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়কর মেলায় পরিবারের পক্ষে আয়কর বিবরণী জমা দেন অর্থমন্ত্রী। এর আগে দুপুর ২টায় মেলার উদ্বোধন করেন তিনি।

মন্ত্রী জানান, মেলায় তিনি ৯১ লাখ ৪৬ হাজার ৮০ টাকা আয়কর দিয়েছেন। অর্থমন্ত্রীর স্ত্রী কাশমিরি কামাল ৭১ লাখ ২৯ হাজার ১৪১ টাকা আয়কর দিয়েছেন। তাদের দুই মেয়ে কাশফি কামাল আয়কর দিয়েছেন ২ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা ও নাফিসা কামাল দিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৯০ হাজার ১৮৫ টাকা।

আয়কর রিটার্নে অর্থমন্ত্রীর পরিবারের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২২১ কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৮০৬ টাকা। করযোগ্য সম্পদের পরিমাণ ১৯ কোটি ৫৫ লাখ ৯২ হাজার ১৫৪ টাকা।

অর্থমন্ত্রীর ৬৮২ কোটি ২০ লাখ ৫৩৬ টাকার সম্পদ ও তার স্ত্রীর ৫০৯ কোটি ৮৩ লাখ ২ হাজার ৫৭০ টাকার সম্পদের তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, এনবিআরের সদস্য (কর প্রশাসন) কালিপদ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা