টেস্ট বিশ্বকাপে যাত্রা শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ২০:২০
অ- অ+

অষ্টম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলা শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। ইন্দোরের হোকার ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে ভারতের বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ।

প্রথমবারের মত শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৯টি দল অংশ নিচ্ছে। ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে পথ চলা শুরু করেছে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। বাকি ছিলো বাংলাদেশ ও পাকিস্তান। আজ টেস্ট চ্যাম্পিয়নশিপে পা রাখল বাংলাদেশ। আগামী ২১ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে পাকিস্তান।

ইতোমধ্যে ৫ ম্যাচে অংশ নিয়ে সবক’টিতে জিতে ২৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ২ ম্যাচে ১টি করে জয়-হারে ৬০ পয়েন্ট পরের দু’টিস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড-শ্রীলংকা।

৫ ম্যাচে ২টি করে জয়-হার ও ১টি করে ড্র’তে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম-ষষ্ঠস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

২ ম্যাচে অংশ নিয়ে ২টিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচ খেলে সবক’টিতে হার রয়েছে দক্ষিণ আফ্রিকারও। তাই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এখনও কোন পয়েন্টই অর্জন করতে পারেনি।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা