রাজবাড়ীতে বিমা কর্মীকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২১:০০
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এক কর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা।

সোমবার সকালে বালিয়াকান্দি থানায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে মামলা করেন।

অভিযুক্ত আসামিরা হলেন- বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের সাদ্দাম হোসেন, মো. মারুফ এবং কামরুল হাসান।

মামলা সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর বালিয়াকান্দি অফিস থেকে কাজ শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে বহরপুর বাজারের কাছে পৌঁছালে আসামিরা তাকে ফাঁকা মাঠের শ্যালো মেশিনের ঘরে নিয়ে ধর্ষণ করে। এছাড়া তার কাছে থাকা অফিসের ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। ধর্ষণের পর তাকে আসামিরা একটি অটোভ্যানে ওই রাতেই বাড়ি পাঠিয়ে দেয়। পরে সে অসুস্থ হলে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা নেন।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী পাঠানো হয়েছে। ওসি নিজেই এ মামলার আইও হিসেবে সোমবার তাৎক্ষণিক বহরপুর এলাকায় গিয়ে ওই তিন নামে কোন যুবককে পাননি বলে জানান। বাদিনী ওই তিন ধর্ষকের পিতা-মাতার নাম জানে না। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা