বিমানে পাকিস্তান থেকে এলো ৮১ টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ২০:২৬| আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২০:৫৩
অ- অ+

সংকট সামাল দিতে বিমানে করে পাকিস্তান থেকে ৮১ টন পেঁয়াজের একটি চালান ঢাকায় পৌঁছেছে। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী উড়োজাহাজটি করাচি থেকে ঢাকায় পৌঁছে।

চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে বলে জানা গেছে।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এই খবর নিশ্চিত করে জানান, পেঁয়াজগুলো এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।

সম্প্রতি হঠাৎ করে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। কয়েক গুণ বেশি দামে পেঁয়াজ কিনতে হয় ভোক্তাদের। এই পরিস্থিতি সামাল দিতে সরকার কয়েকটি দেশ থেকে কার্গো বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবেই পাকিস্তান থেকে এই পেঁয়াজ এলো।

এদিকে চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান বুধবার দিবাগত রাত একটায় আসার কথা রয়েছে। সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে। আগামীকাল বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা