প্যারিসে মিলাদুন্নবি উদযাপন

আবুল কালাম মামুন, ফ্রান্স
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ২২:২৭
অ- অ+

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ফ্রান্সের প্যারিসে আনজুমানে আল-ইসলাহ ফ্রান্সের উদ্যোগে ওয়াজ ও মিলাদ মাহফিল হয়েছে। মঙ্গলবার বাদ আসর অভারবিলা বাংলাদেশি জামে মসজিদে এ মাহফিল হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হজরত ফুলতলী (রহ.)-এর পুত্র ও আনজুমানে আল-ইসলাহ বাংলাদেশের সভাপতি হজরত হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

আয়োজক সংগঠনের সভাপতি এখলাছুর রহমান ও সাজ্জাদুর রহমানের যৌথ সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আল-ইসলাহ ইউকের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল।

মাহফিলের উদ্বোধনী বক্তব্য রাখেন আব্দুর রহিম।

ওয়াজ করেন- অভারবিলা জামে মসজিদের খতিব জিল্লুর রহমান, আবুল হাসনাত।

ক্বারি নূরুল আমিনের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত মাহফিলে নাতে রাসুল পাঠ করেন হাবিবুর রহমান মাহবুব, সুহেল আহমদ ও রিপন আহমদ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, ওফাত ও জীবন সম্পর্কে আলোচনার পাশাপাশি প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, পার্থিব মোহে ব্যস্ত না হয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শকে অনুসরণ করে শান্তির ধর্ম ইসলামের খেদমতে সবাইকে এগিয়ে আসা উচিৎ।

মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা