‘বিএনপির মুখের ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ১৩:০৪| আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৩:১২
অ- অ+
ফাইল ছবি

বাজারে অস্থিরতায় দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে বলে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, সবকিছুর ওপর তাদের নিয়ন্ত্রণ থাকলেও বিএনপির মুখের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

যুবলীগের সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির পরিবার থেকে নেতৃত্ব আসছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘কাউন্সিলররা চাইলে শেখ মনির পরিবার থেকেও যুবলীগের শীর্ষ নেতৃত্বে আসতে পারে।’

যুবলীগের সম্মেলনে পদ্মা সেতুর আদলে মঞ্চ সাজানো হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। সংগঠনটির গঠনতন্ত্রে পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা