আদালতেও আসামিদের ঔদ্ধত্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৯, ১৩:৪৫| আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৩:৪৭
অ- অ+

দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম জঙ্গি হামলার ঘটনা ঘটে ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে। দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনার সঙ্গে জড়িত ২১ জনকে শনাক্ত করা হলেও বিচারের মুখোমুখি হন জীবিত আটজন। এর মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড হয়েছে। আর খালাস পেয়েছেন একজন।

তবে নিকৃষ্টতম এই অপরাধের সঙ্গে জড়িত থাকলেও জঙ্গিদের মধ্যে নেই কোনো অপরাধবোধ। তারা এখনো কাজটিকে সঠিকই মনে করছেন এবং এটাকে কথিত ইসলামের কাজ হিসেবেই দেখছেন।

রায় ঘোষণার সময় আদালতের ভেতরেও তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। সেখানে বিচারকের সামনেই চিৎকার-চেচামেচি করতে থাকেন জঙ্গিরা। তাদের চেহারায় ছিল না কোনো উদ্বেগের ছাপ। বিচারক যখন সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন তারা উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ বলে উঠেন। এই রায়কে অন্যায় আখ্যায়িত করে এর বিচার হাশরের ময়দানে হবে বলে মন্তব্য করেন।

আদালত থেকে বেরিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এত বড় অপরাধ করেও তারা আদালতে উচ্চবাচ্য করেছেন।’

এর আগে রায় ঘোষণার জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালতে আনা হয়। এ সময় আসামিদের হাসতে দেখা যায়। প্রিজনভ্যান থেকে নামার সময় কেউ কেউ ভি চিহ্নও দেখান।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রায় ঘোষণা করেন।

রায়ে যে সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তারা হলেন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, হাদিসুর রহমান ওরফে সাগর, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ।

আর খালাস দেয়া হয়েছে মিজানুর রহমান ওরফে বড় মিজানকে। রায় পর্যবেক্ষণ করে খালাস পাওয়া আসামির বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ আবু জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, সিলেট সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে মোজো: কাদের গনি চৌধুরী
পৃথিবীর সকল মা ভালো থাকুক
অভিনেতা রাশেদ সীমান্তের ‘বউ নিখোঁজ’, সন্দেহ লন্ড্রি দোকানদার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা