সাড়ে সাত হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০৭
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাত হাজার ৪০০টি ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বামুনেরচর গ্রামে।

পুলিশ বলছে, বিকালে গোপন সংবাদে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল উপজেলার তারাটিয়া বাজারে এলাকায় যানবাহনে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে বিকালে একটি অটোরিকশা থামিয়ে যাত্রীবেশে থাকা মাদক কারবারি সাদ্দাম হোসেনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেট ও জাঙ্গিয়ার পকেট থেকে কয়েকটি প্যাকেটে রাখা সাত হাজার ৪০০টি ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ ২০ হাজার টাকা। সে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানায়।

এ ব্যাপারে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম বলেন, গ্রেপ্তার মাদক কারবারি সাদ্দাম হোসেনকে মঙ্গলবার জামালপুর আদালতে সোপর্দ করা হবে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা