চট্টগ্রামে টাটা গাড়ির সুপার গ্রান্ড মেলা

বিশ্বখ্যাত টাটা মোটরস এবং দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মোটরস চট্টগ্রামের জিমনেসিয়াম মাঠ সংলগ্ন কাজীর দেউরে তাদের বাণিজ্যিক গাড়িগালো নিয়ে একটি সুপার গ্রান্ড মেলার উদ্বোধন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, মোহাম্মদ আবদুল মান্নান (বিভাগীয় কমিশনার, চট্রগ্রাম), এসএম মোস্তাক আহমেদ খান, (অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিক,চট্টগ্রাম), মাধু প্রকাশ সিং (কান্ট্রি ম্যানেজার, টাটা মোটরস, বাংলাদেশ), মোহাম্মদ তানবীর শহীদ (সিইও- সেলস এন্ড মার্কেটিং, নিটল মোটরস লিমিটেড), মোহাম্মদ পারভেজ সিদ্দিকী (সিনিয়র ডিজিএম, সেলস, নিটল মোটরস লিমিটেড)। মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, বাংলাদেশের বাণিজ্যিক গাড়ির বাজারে ক্রেতাদের আস্থা ও নির্ভরতার অপর নাম নিটল মোটরস। নিটল মোটরস লিমিটেড-এর রয়েছে দেশের সর্ববৃহৎ সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক।
(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন