জয়পুরহাটে ব্রিজে অটোরিকশার ধাক্কায় চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৩
অ- অ+

জয়পুরহাটের সদর উপজেলার জিতারপুর এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে এর চালক নিহত হয়েছেন। তার নাম সুলতান মাহমুদ।

রবিবার বিকালে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশায় থাকা রাব্বি হোসেন নামের আরো একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভার্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চত করেছেন।

ওসি জানান, বিকালে সুলতান মাহমুদ মঙ্গলবাড়ী বাজার থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে জয়পুরহাট সদরে যাচ্ছিলেন। জিতারপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে সুলতান ও রাব্বি দুজনই আহত হন। তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক সুলতান মাহমুদের মৃত্যু হয়।

নিহত সুলতান মাহমুদ সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের নুরমোহাম্মদের ছেলে। আহত রাব্বি হোসেন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা