সোনা জেতার লড়াইয়ে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩১
অ- অ+

কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাউথ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টা ১৫ মিনিটে।

ফাইনালের আগে রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টাইগারদের ১৫১ রানের টার্গেট হেসে খেলেই পার করে দিয়েছিল লঙ্কানরা। জিতেছিল ৯ উইকেটে।

তবে আজ বিশ্রামে ছিলেন দুই ইনফর্ম টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্ত। ফাইনালে দলে ফিরবেন এই দুইজন তাতে টাইগারদের শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। নারীদলের মত তারাও সোনা জিতেই দেশে ফিরতে চাইবে।

বাংলাদেশ স্কোয়াড: সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, সৈয়দ মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, মানিক খান, তানভির ইসলাম, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহমুদ।

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা