স্বাস্থ্যখাতের উন্নয়নে শেখ হাসিনার প্রশংসায় দেবী শেঠী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৪
অ- অ+

বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্যখাতের আধুনিকীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. দেবী শেঠী। সামনের দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ বিনিময়েরও তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) অধ্যাপক দেবী শেঠির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ভারতের নামকরা এই চিকিৎসক বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতের ব্যাঙ্গালোরে নারায়ণ হৃদয়ালয়ে তাদের সাক্ষাৎ হয়।

একথা জানিয়ে ঢাকাটাইমসকে অধ্যাপক মামুন আল মাহতাব বলেন, ভারতবর্ষে হৃদরোগের আধুনিক চিকিৎসা প্রচলনে ডা. দেবী শেঠীর অবদান অনস্বীকার্য। পাশাপাশি গণমুখী করপোরেট স্বাস্থ্যসেবা বাস্তবায়নের জন্য তিনি চীরস্মরণীয় হয়ে থাকবেন। শুধু ভারতেই নয়, বাংলাদেশের অসংখ্য হৃদরোগীও তার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন।

ন্যাসভেক, অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ইত্যাদি বিষয়ে অধ্যাপক স্বপ্নীলের গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশে লিভার ক্যানসার চিকিৎসায় টেইস, লিভার ডায়ালাইসিসসহ অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্রবর্তনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ইন্টারভেনশনাল হেপাটোলজি ও থেরাপিউটিক এন্ডোস্কপিতে বাংলাদেশের অন্যতম পথিকৃৎ তিনি। বিভিন্ন দেশি-বিদেশি বৈজ্ঞানিক জার্নালে দুই শতাধিক প্রকাশনা রয়েছে তার।

স্বপ্নীল বলেন, দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। কারণ পারস্পরিক সহযোগিতা ও উচ্চতর প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের রোগী এবং বিশেষজ্ঞদের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের স্বার্থে অনেক ছাড় দিয়েছে বিএনপি: তারেক রহমান
জমি বিরোধের জেরে দুই লাখ টাকায় স্ত্রীকে হত্যা, ৪ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা