একদিন নিখোঁজ থাকার পর প্রতিবন্ধীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

ফরিদপুরে একদিন নিখোঁজ থাকার পর প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ কালীবাড়ি মহল্লার বাংলাদেশ টেলিগ্রাম কার্যালয়ের চত্বর থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রতিবন্ধী ওই কিশোরীর নাম ফাতেমা বেগম (১৪)। তার বাবার নাম এলাহি শরিফ। এলাহী শরিফ রিকশাচালানোর পাশাপাশি সোনালী ব্যাংকের এটিএম বুথের গার্ড হিসেবে কাজ করেন। তিন মেয়ের মধ্যে ফাতেমা বড়।

ফাতেমা জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী (অটিস্টিক)। ওই কিশোরী বাবার সাথে শহরের রাজেন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করত।

ওই কিশোরীর বাবা এলাহি শরিফ জানান, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে এবং শুক্রবার সকাল ও দুপুরে কিশোরীর সন্ধান দেয়ার জন্য শহরের মাইকিং করা হয়। জানানো হয় ফরিদপুর কোতয়ালি থানায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ও কিশোরী কলেজ এলাকা দিয়েই সারাদিন ঘুরে ফিরে বেড়াত।

শুক্রবার সন্ধ্যায় টেলিগ্রাম অফিসের চত্বরে সীমানা প্রাচীরের পাশেই শিশুটির বিবস্ত্র মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে কোতয়ালি থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ফরিদপুর কোতয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ওই কিশোরীর গলায় কাপড় পেচানো ছিল। ধারণা করা যাচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, লাশটি উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন থেকে বোঝা যাবে মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছিল কিনা ওই কিশোরী।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

এই বিভাগের সব খবর

শিরোনাম :