মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মামুনসহ আটক ২

মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। কবে কখন ও কোথা থেকে তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি।
গতকাল দুপুরে ডাকসুতে ঢুকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা এই হামলা জড়িত তারা যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
আব্দুল বাতেন জানান, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্যকে আটক করা হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলসহ বাকি হামলাকারীদের পুলিশ খুঁজছে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এসএস/বিইউ)

মন্তব্য করুন