বাগেরহাটে সড়কে প্রাণ গেল বাইক আরোহীর

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৩| আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৫১
অ- অ+

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কামরান হোসেন (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার গভীর রাতে বাগেরহাট শহররক্ষা বাঁধের প্রধান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাইকটি ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত কামরান হোসেন সদর উপজেলার গোটাপাড়া গ্রামের এশারাত হোসেনের ছেলে। তিনি বাগেরহাট শহরের সাধনার মোড়ে ক্রেজি জিম নামে একটি শারীরিক ব্যায়ামাগার পরিচালনা করতেন।

বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আসাদুজ্জামান রবিবার সকালে এই প্রতিবেদককে বলেন, শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে কামরান নামে এক মোটরসাইকেল আরোহী অসাবধানতাবশত বাগেরহাট শহররক্ষা বাঁধের প্রধান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই একটি ট্রাকে এসে ধাক্কা দিয়ে পড়ে যান। এসময় কামরান এবং ওই ট্রাকের আলু পরিবহণের কাজে নিয়োজিত দুই শ্রমিক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী কামরানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা