জাপানে নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ

জাপানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ। তিনি অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। শাহাবুদ্দিন আহমদ গত ২০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যান।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে তার অভোগকৃত পিআরএল স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন।
অপরদিকে, জাপানে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা রাবাব ফাতিমাকে নিউ ইয়র্কে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকাটাইমস/০১জানুয়ারি/ইএস

মন্তব্য করুন