একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধের নির্দেশ

সারাদেশের হোটেল-মোটেল রেস্টুরেন্ট ও উপকূলীয় এলাকায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী এক বছরের মধ্যে নিষিদ্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশপাশি এই প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার কেন নিষিদ্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পরিবেশ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে হবে।
সোমবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরিবেশবাদী ১১টি সংগঠন ওই রিট করেছিলো।
আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসান।
ঢাকাটাইমস/ ৬জানুয়ারি/এআইএম/ইএস

মন্তব্য করুন