জামালপুরে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার দাবি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৮:২৫
অ- অ+

জামালপুরের সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মঙ্গলবার সকালে শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়েছে। এপ্রেক্স ক্লাব অব জামালপুরের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে আয়োজক সংগঠন ও জামালপুর প্রেসক্লাব ছাড়াও জেলার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতকর্মীরা অংশ নেন।

বক্তারা সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলাকারী পৌর কাউন্সিলর ও ‘ভূমিদস্যু’ রুনু খানসহ মামলা এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগ থেকে রুনু খান ও তার ছেলে রাকিব খানকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। নয়তো লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

এপেক্স ক্লাব অব জামালপুরের সভাপতি আবু সায়েম সাদাতউল করিমের সভাপতিত্বে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহসভাপতি দুলাল হোসাইন, সাংবাদিক ও এপেক্সিয়ান কাফি পারভেজসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রুনু খান ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক শেলু আকন্দকে পিটিয়ে তার দুই পা ভেঙে দেন। শেলু আকন্দ এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার দুই পা পঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসকে বরখাস্ত
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা