টাঙ্গাইলে ট্রাকচাপায় নারী নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকচাপায় রাবেয়া বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের তাড়াই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম ডিগ্রীরচর গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টার দিকে রাবেয়া অটোরিকশায় ভূঞাপুর যাচ্ছিলেন। তাড়াই নামক স্থানে পৌঁছালে অটোরিকশাটি ঝাঁকুনি দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও পালিয়ে যান চালক।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ‘রাবেয়ার লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হবে।’
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/পিএল/এএইচ)

মন্তব্য করুন