স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১৪:৫৩| আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৫:১৬
অ- অ+

পটুয়াখালীর গলাচিপায় খাদিজা আক্তার হ্যাপি নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমববার এ বিষয়ে ডেথ রেফারেন্স গ্রহণ করে বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান খান, রাজা কামরুল ইসলাম ও ব্যারিস্টার আল মামুন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর খাদিজা আক্তার হ্যাপিকে হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারকে মৃত্যুদণ্ড ও স্বামীর বন্ধু জাফর হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র সিকদার। পাশাপাশি অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার বাকি চার আসামিকে বেখসুর খালাস দেন।

বশির উল্লাহ জানান, আদালত স্বামী জহিরের মৃত্যদণ্ডাদেশ এবং স্বামীর বন্ধু জাফর হাওলাদারের যাবজ্জীবন বহাল রেখেছেন।

২০০৮ সালের এপ্রিলে হ্যাপিকে তার শ্বশুরবাড়ির লোকজন খুনের ঘটনায় ১৪ এপ্রিল হ্যাপির বাবা মো. আবুল চৌকিদার বাদী হয়ে গলাচিপা থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা