যশোরের দগ্ধ সেই কলেজছাত্রীর মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ২০:২৯
অ- অ+

যশোরের চৌগাছায় গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী কলেজছাত্রী জেসমিন খাতুন (১৮) অবশেষে মারা গেছেন। বুধবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উজিরপুর গ্রামের ইউপি সদস্য মো. মিঠু এ খবর নিশ্চিত করেন।

উপজেলার পাশাপোল আমজামতলা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী জেসমিন ধুলিয়ানি ইউনিয়নের উজিরপুর গ্রামের হাসান আলীর মেয়ে। মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন।

মেয়েটির বাবা হাসান আলী জানান, ছয় মাস আগে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তিন সন্তানের জনক আবুল কাশেমের সঙ্গে জেসমিন খাতুন পালিয়ে গিয়ে বিয়ে করে। দুই মাস আগে মেয়েটি বাড়ি চলে এলে তার ইচ্ছায় শালিসের মাধ্যমে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নেয়া হয়। কয়েক দিন আগে মেয়েটি আবারো কাশেমের কাছে চলে যেতে চায়।

বাবা হাসান আলী কাশেম না যাওয়ার জন্য চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে জেসমিন মঙ্গলবার বিকালে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জেসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা