যেসব প্রেক্ষাগৃহে ‘কাঠবিড়ালী’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ১০:১৫
অ- অ+
‘কাঠবিড়ালী’ ছবির একটি দৃশ্যে প্রধান দুই চরিত্র অর্চিতা স্পর্শিয়া এবং আসাদুজ্জামান আবীর

সারাদেশের ১৮টি প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’। এর মধ্যে রাজধানী ঢাকার সাতটি এবং ঢাকার বাইরে ১১টি প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে। এর প্রধান দুটি চরিত্রে রয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর।

ঢাকার মধ্যে মধুমিতা, বলাকা, আনন্দ, শ্যামলী, চিত্রা মহল, যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ‘কাঠবিড়ালী’। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের ‘সিনেস্কোপ’, বগুড়ার ‘মম ইন’, চট্টগ্রামের ‘সিলভার স্ক্রিন’, ময়মনসিংহের ‘ছায়াবাণী’, জয়দেবপুরের ‘বর্ষা’, শ্রীপুরের ‘চন্দ্রিমা’, খুলনার ‘শঙ্খ’, খুলনার ‘লিবার্টি সিনেপ্লেক্স’, পাবনার ‘রুপকথা’, রংপুরের ‘শাপলা’ এবং বরিশালের ‘অভিরুচি’ হলগুলোতে ছবিটি মুক্তি পাচ্ছে।

পরিচালক নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে নির্মিত হয়েছে ‘কাঠবিড়ালী’। এর পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এ ছবির বিভিন্ন চরিত্রে অর্চিতা স্পর্শিয়া এবং আসাদুজ্জামান আবীর ছাড়াও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ ও তানজিনা রহমান প্রমুখ।

‘কাঠবিড়ালী’র শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালের ২ মার্চ। নানা প্রতিকূলতা পেরিয়ে প্রায় দুই বছর পর সেটি উঠছে রুপালি পর্দায়। ইতোমধ্যে ছবির টিজার এবং শফি মণ্ডলের গাওয়া ‘সুন্দর কন্যা’ শিরোনামের একটি গান ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার ছবি কতটা দর্শকপ্রিয়তা পায় সেটাই দেখার।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা