পূজার দিনে ভোট: জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:৫৩
অ- অ+

পূজার দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তারিখ নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান।

মানববন্ধনে জাবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি রবিন কর্মকার বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মৌলিক অধিকার খর্ব করার আয়োজন করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশন অতি সত্বর নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

জাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মণ্ডল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এমন কর্মকাণ্ড করা হচ্ছে বলে আমরা মনে করি। পূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন আমাদের রক্তার্জিত সংবিধানের বুকে ছুরিকাঘাত করেছে।’

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশন পূজার দিনে ভোটের আয়োজন করলে তা হবে ধর্মীয় স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা। ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হেনে নির্বাচন কমিশন দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে না।’

এ সময় শিক্ষার্থীরা নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা