বোয়ালমারীতে শিশু ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ২১:১০
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর এলাকা থেকে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি নাজিম বিশ্বাসকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে বোয়ালমারী ঠাকুরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসান জানান, ময়না ইউনিয়নের ঠাকুরপুরের চার বছর বয়সী এক শিশু কন্যাকে গত ৮ জানুয়ারি সন্ধ্যায় পৌরসভার আমগ্রামের নাজিম বিশ্বাস খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্না শুরু করলে নাজিম তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। কান্নার শব্দে স্থানীয়রা এগিয়ে এলে নাজিম পালিয়ে যায়। শিশুটির বাবা ঘটনাটি স্থানীয় মাতুব্বরদের জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে ১০ জানুয়ারি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি নাজিম শিশুটির পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। অভিযোগেরভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদে অভিযান চালিয়ে নাজিম বিশ্বাসকে মঙ্গলবার রাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম বিশ্বাস ভিকটিমকে ধর্ষণের চেষ্টা ও মারপিটের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় বোয়ালমারী থানায় শিশুটির বাবা মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন। নাজিম বিশ্বাসকে র‌্যাব বোয়ালমারী থানায় সোপর্দ করলে বুধবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা