কোহলির সামনে রেকর্ডের হাতছানি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ২০:১২

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচেই ক্যাপ্টেন কোহলির সামনে বিরাট হাতছানি৷ শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে ভারত। পাঁচ ম্যাচের সিরিজের শুরুতেই বিরাট কোহলির সামনে রেকর্ডের হাতছানি।

নিউজিল্যান্ডের মাটিকে কোনও টি-২০ ম্যাচ খেলেননি বিরাট। শুক্রবার কিউইদের দেশে প্রথম কুড়ি-বিশের লড়াইয়ে নামবেন কোহলি। অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে ১,০৩২ রান করেছেন বিরাট৷ গড় ৪৬.৯০৷ ক্যাপ্টেন হিসেবে ৩৩ টি-২০ ম্যাচে বিরাটের স্ট্রাইক-রেট ১৪৩.৭৩। ক্রিকেটবিশ্বে অধিনায়ক হিসেবে মোট রানের তালিকায় এখন চার নম্বরে রয়েছেন কোহলি।

ক্যাপ্টেন হিসেবে মোট রানের বিচারে দু’ নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির দখলে রয়েছে হিসেবে ১,১১২ রান। সুতরাং ধোনিকে টপকাতে কোহলির প্রয়োজন আর ৮১ রান। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই ধোনিকে টপকে যেতে পারেন বিরাট৷

তবে ক্যাপ্টেন হিসেবে মোট রানের বিচারে এক নম্বরে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি৷ পাঁচ ম্যাচের সিরিজে ডু’প্লেসিকেও টপকে যেতে পারেন কোহলি। তবে এর জন্য এখনও ২৪২ রান করতে হবে ভারত অধিনায়ককে। ৪০টি ইনিংসে ডু’প্লেসি করেছেন ১,২৭৩ রান। ডু’প্লেসি ও ধোনির পরে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্যাপ্টেন হিসেবে ৩৯টি ইনিংসে উইলিয়ামসন করেছেন ১,০৮৩ রান। কোহলি পিছিয়ে রয়েছেন মাত্র ৫১ রানে। সুতরাং পাঁচ ম্যাচের সিরিজে উইলিয়ামসন, ধোনি ও ডু’প্লেসি-কে টপকে শীর্ষে ওঠার হাতছানি রয়েছে কোহলির সামনে৷

সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ১০০০ রান করেছেন কোহলি৷ দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে এই মাইলস্টোন টপকেছেন বিরাট৷ এছাড়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মোট রানের বিচারে এক নম্বরে রয়েছেন কোহলি৷ ৭৮টি ম্যাচে বিরাটের ঝুলিতে রয়েছে ২,৬৮৯ রান৷ গড় ৫২.৭২৷

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :