কোহলির সামনে রেকর্ডের হাতছানি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ২০:১২
অ- অ+

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচেই ক্যাপ্টেন কোহলির সামনে বিরাট হাতছানি৷ শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে ভারত। পাঁচ ম্যাচের সিরিজের শুরুতেই বিরাট কোহলির সামনে রেকর্ডের হাতছানি।

নিউজিল্যান্ডের মাটিকে কোনও টি-২০ ম্যাচ খেলেননি বিরাট। শুক্রবার কিউইদের দেশে প্রথম কুড়ি-বিশের লড়াইয়ে নামবেন কোহলি। অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে ১,০৩২ রান করেছেন বিরাট৷ গড় ৪৬.৯০৷ ক্যাপ্টেন হিসেবে ৩৩ টি-২০ ম্যাচে বিরাটের স্ট্রাইক-রেট ১৪৩.৭৩। ক্রিকেটবিশ্বে অধিনায়ক হিসেবে মোট রানের তালিকায় এখন চার নম্বরে রয়েছেন কোহলি।

ক্যাপ্টেন হিসেবে মোট রানের বিচারে দু’ নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির দখলে রয়েছে হিসেবে ১,১১২ রান। সুতরাং ধোনিকে টপকাতে কোহলির প্রয়োজন আর ৮১ রান। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই ধোনিকে টপকে যেতে পারেন বিরাট৷

তবে ক্যাপ্টেন হিসেবে মোট রানের বিচারে এক নম্বরে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি৷ পাঁচ ম্যাচের সিরিজে ডু’প্লেসিকেও টপকে যেতে পারেন কোহলি। তবে এর জন্য এখনও ২৪২ রান করতে হবে ভারত অধিনায়ককে। ৪০টি ইনিংসে ডু’প্লেসি করেছেন ১,২৭৩ রান। ডু’প্লেসি ও ধোনির পরে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্যাপ্টেন হিসেবে ৩৯টি ইনিংসে উইলিয়ামসন করেছেন ১,০৮৩ রান। কোহলি পিছিয়ে রয়েছেন মাত্র ৫১ রানে। সুতরাং পাঁচ ম্যাচের সিরিজে উইলিয়ামসন, ধোনি ও ডু’প্লেসি-কে টপকে শীর্ষে ওঠার হাতছানি রয়েছে কোহলির সামনে৷

সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ১০০০ রান করেছেন কোহলি৷ দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে এই মাইলস্টোন টপকেছেন বিরাট৷ এছাড়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মোট রানের বিচারে এক নম্বরে রয়েছেন কোহলি৷ ৭৮টি ম্যাচে বিরাটের ঝুলিতে রয়েছে ২,৬৮৯ রান৷ গড় ৫২.৭২৷

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা