চূড়ান্ত সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১৬:৫০

তিন ফরম্যাটেই খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। ১ টেস্ট, ২ টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে খেলবে দুই দল। জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যা্পিয়নশিপের অংশ না।

আগামী মাসের ১৫ তারিখে বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুশীলন করে ১৮ ফেব্রুয়ারি টেস্টের প্রস্তুতি হিসাবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী জিম্বাবুয়ে। এই ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

২০ ও ২১ ফেব্রুয়ারি রুটিন অনুশীলন শেষে ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশ দলের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

২৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করবে দুই দল। সেখানেই ২৮ ও ২৯ তারিখ অনুশীলন শেষে মার্চের ১, ৩ ও ৬ তারিখে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। তিনটি ওয়ানডেই হবে দিবারাত্রির, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

৭ মার্চ আবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে দুই দল। একদিন বাদে ৯ তারিখ শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৯ ও ১১ মার্চ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুইটি টি-টোয়েন্টিই হবে দিবারাত্রির।

একনজরে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচিঃ

জিম্বাবুয়ে দল বাংলাদেশে পৌঁছাবে- ১৫ ফেব্রুয়ারি

দুই দিনের প্রস্তুতি ম্যাচ- ১৮-১৯ ফেব্রুয়ারি, ঢাকা

একমাত্র টেস্ট- ২২-২৬ ফেব্রুয়ারি, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১ম ওয়ানডে- ১ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২য় ওয়ানডে- ৩ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

৩য় ওয়ানডে- ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

১ম টি-টোয়েন্টি- ৯ মার্চ, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২য় টি-টোয়েন্টি- ১১ মার্চ, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

জিম্বাবুয়ে দল বাংলাদেশ ছেড়ে যাবে- ১২ মার্চ।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/ এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :