গাছ চুরি: কাপ্তাইয়ের ভাইস চেয়ারম্যানের ৩ বছর জেল

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ২০:৩৩
অ- অ+

রাঙামাটির কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে অর্ধ কোটি টাকার কাঠ পাচারের দায়ে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল-২ এই রায় দেন।

এছাড়াও আদালত নাসির উদ্দিনের সহযোগী বাবুল তঞ্চঙ্গাকে দেড় বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন।

জানা গেছে, অভিযুক্তরা কাপ্তাই রেঞ্জের আওতাধীন রামপাহাড় বনবিটের সংরক্ষিত এলাকায় রাতে আঁধারে সরকারি গাছ কেটে পাচার ও বিক্রি করেন। যার বাজার মুল্য প্রায় ৫০ লাখ টাকা। এই ঘটনায় বন কর্মকর্তা নির্মুল কুমার মন্ডল আদালতে সিওআর বন মামলা ০৭/১৮ দায়ের করেন। অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। আদালতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের হেডকোয়াটার রেঞ্জার মো. মোশারফ হোসেন

তিনি বলেন, এ মামলায় মোট আসামিসহ মোট ৬ জনের স্বাক্ষী গ্রহণ করে আদালত। রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন এ ধরনের অপরাধে রায় হলে পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত বন থেকে কাঠ চুরি কমবে।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা